প্রতিটি স্বপ্ন পুড়ে যাচ্ছে
পুড়ে যাচ্ছে প্রতিটি চুমু
তীর্যক সুমেরু ঝড়
কুমেরুর কু ঝরে পড়ে মাথার উপর
প্রশান্ত মনের মহাসাগরে অশান্ত মানবীয় উৎপাত।
ভিসুভিয়াস গলে গলে পড়ছে
ইচ্ছার বাঁধের উপর  মাটির মনোঘরে।
আকাশকে বিছানা মনে করে কাত হয়ে শুলো মন
মনের শরবতে মরিচ মিশিয়ে চুকচুক পান করলো সময়...


নিমগ্নতায় চৈত্রের চিৎকার
আবাহনে শীতের ফাটা ঠোঁট বিছিয়ে
হাত ইশারায় ডাকে শুকনো ডালপালা
জিরাফের বাড়ানো  গলা দীর্ঘ হচ্ছে
সময় কব্জিতে মোচড় মারছে আলোকিত জাহান্নাম।