রেখে আসি উত্তরের পথে গাঁয়ের রেশম বুক
প্লেটভাঙা কারুকাজ ঠকাঠক কাঠের খড়ম
মসজিদের পাকাথানে কোরানের কোরাস-সুখ
মেহেদি রঙিন বউ টানা টানা চোখের সরম।


আউল-বাউল ঝাড়বন অগোছালো পথ-ঘাট
বর্ষা-ধারায় ঘাস-ফুলের ফাঁকে মাছের উজান
পাঠশালা মাঠজুড়ে গোলবাঁধা নামতার পাঠ
সুর তোলে পা‘র কচিপাতা মাখা শিশিরের গান।


ধান কাউন মরিচ অড়হর মসুর কলাই
মিলে মিশে দোল খায় শিশুবেলা দক্ষিণ পাথার
তালের নৌকার ভিড় তালে তালে পানা খালপাড়
শাপলা-শালুক বিল, কৈয়া জাল, পোনা ভরা চাঁই।


মুড়ি খই, চিঁড়া ভাজা, গুড়ি কুটা কাজের মসুম
এ-বাড়ি ও-বাড়ি দৌড় প্রিয়মুখ কথার কুসুম
কীর্তন-প্রসাদী ঢোল রাতজাগা পূজা-পার্বণ
ঈদ-মেলা ডাকে আয়, ভাঙে পাড় করে গুঞ্জন।


বাঁশবন শনশন বাউরি বাতাসে ঘূর্ণি নাচন
ফেলে আসি বুক ছিঁড়ে বহুদুরে জীবন পাঁচন।