অনেক বই'র ফাঁকে আমার একটি বই
আচমকা উঁকি দেয়
বৈশাখী মেলার স্টলে।
আড়চোখে খদ্দেরের নাড়াচাড়া দেখি-
প্রচ্ছদ অলঙ্করণ ছাড়িয়ে পলক পড়ে কিনা গ্রন্থভূক্ত লিপিকায়
যে বাণীতে গেঁথে আছে নিদ্রাহীন সেঁজবাতি, সুখ ও দীর্ঘশ্বাস সম্মিলিত আলোড়ন।
রাঙিয়েছি রথ তার আজীবন ছেঁকে-নেয়া রঙের বাহারে;
ঘামের অতলে নেয়ে তালপাখার বাতাসে মেখেছি
মায়ের কলাপাতা শাড়ির আঁচল
বুকে পোষা বুলবুলি সুরে ভরে তুলেছি রাত্রির অবাধ্য প্রহর।
ডাহুকের ডাক শেষে রক্ত ক্ষরণের মতো হৃদয় ক্ষরিত অনুভবে অংকিত শৈলী
ছোঁয় কিনা কারো আগ্রহের মৃদু পরশ মনোযোগের মধুর মহিমা
আমি ভয়ে ভয়ে দেখি
লুকিয়ে চুরিয়ে দেখি
বৈশাখী বই'র স্টল।