কালের কলম
খাতুনে জান্নাত
.....................


কালের কলম স্পর্শে জাগো কবি
থোকা থোকা শিমুলের বর নাও
বাঁশ বনের গোপন প্রেমকথা
নতুন চালের ক্ষুদ
দখিনা বাতাসে উড়ো ধানের আঁচল


কালের কলম কালি বুকে ধরো কবি
নক্ষত্র রাত রূপকথার পাড় বর নাও
বর নাও সনাতন দাদীমার গীত
জং ধরা সিন্দুকের দ্বার
বর নাও-- বৃষ্টি সিক্ত রোদের কামকলা


কালের কলমে লিখ কবি
বর নাও পোড়ন ভিটার ভস্ম
হাতের তালুর ক্ষত
বানের পানিতে ডুবো ফসলের হাহাকার
বর নাও-উজান পারের বধু-
ছককাটা হেলা কাসুন্দি।


কালের তুলিতে আঁকছো ছবি?
শিশুর দুরন্ত চাকা ছড়ি বর নাও-
প্রথম স্কুলের পথ দুরুদুরু বুক
কামরাঙা দিন, পায়ের আলতা
মাতা পিতার পরিকল্পনার প্রাণ রেখা
বর নাও- ধ্বসে ধ্বসে না নোয়ানো পারের কাহিনী।


...