কামারের হাঁপর যেন দিনকাল
…………
গলিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
দু একজন যারা পরে আসে করোনা পরিত্রাণ মাস্ক তারা কাতরায় '
অক্সিজেন অক্সিজেন '।
চুরি হয়ে গেছে হসপিটালগুলো।
দিনগুলো কামারের হাঁপর।
বৈজ্ঞানিক ল্যাব সুদখোর মহাজনের গোপন আস্তানা।
ভাঙা হাত-পা, ফুলে ওঠা কণ্ঠনালী,
ক্লান্ত জরায়ু ও হৃৎপিণ্ডের কাতরানি শুনছে না কেউ।
প্রেম বিদায় নিয়েছে এক এক করে।
কেউ মাখছে না মনে ভোরের ভৈরবী, সাঁঝের ইমন।
ঝাঁপ ফেলা রাতের বেহাগ ভুল করে কোয়ারেন্টাইনে থাকা দুঃসময়।
ভালোবাসা এক অতিথি পাখি তার পরনে নির্ভার করোনা পোশাক।