তোমার সবুজ পাতা একদিন ধুসর হবে,
পুষ্পিত রসমঞ্জরিরা সব পড়বে খসে,
চারপাশে ছড়ানো যে সৌরভ তোমার,
মিলিয়ে যাবে তারা উত্তরের বাতাসে।
যে তারা আগুন জ্বালে তোমার চোখে,
যে চন্দ্র ঝলসায় তোমার মুখের প'রে।
সে তারার আলোও ম্লান হবে একদিন,
চাঁদ ঢেকে যাবে অমাবস্যার আঁধারে।
যে প্রেমিক হৃদয় তোমাকে খুঁজে আজ,
তোমার বিরহে আকুল যেই প্রিয় জন,
সময়ের শীতল স্রোতে হারাবে একদিন,
মুছে দিয়ে সব, জানবে না কখন।


ততদিন তবু জেগে রবে প্রেম আমার,
জেগে রবে শুধুই তোমার তরে,
আমার হৃদয়ের লাভার মতো যে উচ্ছ্বাস,
ছুটবে তোমাকেই লক্ষ্য করে।
ছায়াপথের আলোও নিভে যাবে নিশ্চয়,
মহাজগতের গতিও থেমে যাবে,
শুধু তোমার জন্য আমার যে বোবা প্রেম,
হৃদয়ের ভাজে অনন্তকাল রবে।


(ঢাকা - ১৯/০২/২০২২)