মনের মাঝে আকাশ কুসুম ভাবনা আসে নিশিদিন,
কে তুমি গোপনে বাজাও বসে আশা দুরাশার বীণ।
তোমার ছবি ধরা দেয় এসে চেনা জানা সব রূপে,
বলতে গেলে কণ্ঠ জড়ায়, চোখ রাখি তাই চোখে।
পরাণ গহীনে পুষে পুষে রাখি না বলা কথার ডালি,
কায়া হয়ে ধরা দাও এসে অলীক আভরণ ফেলি।


প্রাংগনে আমার কৃষ্ণচূড়াটি লালফুলে ছেয়ে থাকে,
আষাঢ়ের মেঘ নিত্য এসে পালা করে ঢেকে রাখে।
সূর্যালোকিত দিবসের স্বপন অগোচরে থেকে যায়,
আবেগের কুসুম ঝরে পড়ে সবে চৈতালী হাওয়ায়।
ধুসর ধুলিতে সুকোমল ফুল অভিমানে মুখ ঢাকে,
যে আছো সুপ্ত ধরা দাও এসে দিবসের আলোকে।


সোনার নুপুর বাজিয়ে তুমি আজ ভুল প্রহরে এলে,
রুদ্ধ এই ঘরের নিঃছিদ্র কবাট কিভাবে দিব খুলে?
চাবিগোছা কোথা হারিয়ে গেল পাইনা কোনো খোঁজ,
মুক্তির আশায় গৃহবাসী পরান চিৎকার করে রোজ।
তোমার নুপুর বেজে চলে সদা আমায় উতলা করে,
স্পর্শের বাইরে, তবু জানি আছো হৃদয়ের গভীরে।


(ঢাকা- ০৮/০৫/২০২২)