ভিতর বাহির উজাড় করে,
বসে আছি তোমার লাগি,
হৃদয় জুড়ে কাল বৈশাখী,
গভীর নিশি একলা জাগি।


আবেগ বিবেক অসম রণে,
মুখোমুখি দাঁড়ায় এসে,
বোধের ডালা শূন্য করে,
পাপে পূণ্যে হিসাব কষে।


বোঝাপড়া হয় না সারা,
অবুঝ হতে ইচ্ছে জাগে,
পাশাপাশি আমরা দুজন
বুকের ভেতর শুন্য লাগে।


হৃদয় জুড়ে পড়লে সাড়া
ভাবে কে বা আগু পিছু,
মধ্য জনে নিত্য আপোষ
লোকে যদি বলে কিছু।


ভিতর বাহির বন্ধ যদিও,
মাতাল ভাবনার থাকে রেশ,
হৃদয় জুড়ে কাল বৈশাখী,
দুই জনাতেই বুঝি বেশ।


(ঢাকা-২৬/০৪/২০২২)