তোমার গভীর চোখে,
কাজল দিওনা মিছে,
এমনিতেই আমি যে ডুবে ডুবে মরি।
আলোর রোশনি ভরা,
ঐ দুটি নয়ন তারা,
দিবানিশি দোলা দেয়, ভুলতে না পারি।
তোমার মৌনতা রাশি,
ভেংগো না দিয়ে হাসি,
দেখতে দাও আমায় গভীর ধিয়ানে।
এমনি এসে যাও পশে,
চুপে চুপে আলগোছে,
কাংখিত প্রেম হয়ে ব্যাকুল পরানে।
কোমল ভাবনা যত,
গোপনে জমিয়ে রাখো,
কোনোদিন আসে যদি আমাদের ক্ষণ।
নিজেকে উজার করে,
বেদনার্ত প্রাণটি ভরে,
অসীম প্রেমের মাঝে হব সমর্পণ।