বলে নাই কোনো কথা,
শুধু চেয়েছিল চোখে চোখে।
কোমল মুখখানি তার,
অব্যাক্ত বেদনার ছবি আঁকে।
সেদিন সন্ধ্যা বেলায়,  
সাঁঝ প্রদীপের আলোর পাশে,
বিদায় নিতে এসেছিলো,
যাবার আগে, সুদূর পরবাসে।
নরম হাত দুটি ধরে,
রাখতে যাইনি বেঁধে তাকে।
যাবার পথ বন্ধ করে,
শিকলও টানিনি খোলা কবাটে।
কেঊ যদি যেতে চায়,
ফেলে রেখে অদৃশ্য পিছুটান।
ফিরিয়ে রাখি কিভাবে,
যতই কাঁদুক ব্যাথাতুর প্রান।


একবার পেছনে চেয়ে,
চলে গেলো কুন্ঠিত পদভারে।
বন্দী পাখি মুক্ত হলে,
ফিরে আসে কি আর নীড়ে?


(১৫.০৮.২০২১, ঢাকা)