যে চাঁদ দেখছো তুমি তাকে নিয়ে পাশে,
সেই চাঁদ বেদনা ঢালে আমার আকাশে।
জ্ঞাত অজ্ঞাত কালের প্রবল অনুরাগ,
প্রেমের দেবতার দেয়া সকল আর্শীবাদ,
পারেনি রুখতে এই সকরুণ দীর্ঘশ্বাস,
তাই শুনে থেমেছিল যাযাবর বাতাস,
আর সকলেই চলে গেছে তাদের মতন,
বিচ্ছিন্ন দ্বীপে আমার মৌন নির্বাসন।


(স্বরবৃত্তঃ ১২ মাত্রা)