দেখতে দেখতে এই জীবনের বিশটি বছর শেষ
ফুরিয়ে গেছে সে কত সুখ স্বাধ কত না কষ্ট ক্লেশ।
কী নিয়ে এসেছি পৃথিবীর পরে কান্নার ভাষা বিনে
আসিয়া পেলাম সবকিছু আমি ভালোবাসা দিনে দিনে।
মায়ের বুকের দুগ্ধ চুষিয়া বাবার স্নেহের হাতে
হাঁটতে শিখেছি বলতে শিখেছি এতটুকু দিনে-রাতে।
কতজন দেখি বুকে নেয় মোরে চুমুতে ভরায় প্রাণ
দাদা-দাদি আসে নানা-নানি বসে ছড়ায় মায়ার ঘ্রাণ।
বাড়ির সামনে রাস্তা ধরিয়া যায় কে পরিয়া টুপি
আসিয়া তখনি টুপির লাগিয়া কেঁদেছিনু চুপিচুপি।
রঙিন কাপড় সেলাই করিয়া বানাইয়া দিল আরে
টুপি পরিয়াই রাস্তায় গিয়ে দে সালাম যারে তারে।


মায়ের আঁচলে বাঁধা থাকিতাম তবু সবে টানাটানি
কাড়াকাড়ি লাগে আমাকে ধরিতে ভালোবাসে খুব জানি।
পলকে পলকে খোঁজে ওরা সবে কোথায় আরিফ তুই?
আয় রে এদিকে ডাকি শোন তোর নরম গালটা ছুঁই!
খাবার লোকমা মুখেতে না দিলে খাবার কী হাতে খাবো!
মায়ের কোলের আহ্লাদী দিন আমি আর কোথা পাবো?
বাবা হাত ধরে প্রথম যেদিন স্কুলে নিয়ে গেলো
বই হাতে নিয়ে বাড়ি ফিরি রোজ মেঠোপথে এলোমেলো।
চলিতে চলিতে বহুদূর আজি কতপথ আর বাকি
হিসাবের টুকু শেষ হয়ে গেল সে খবর হায় রাখি!
সাগর দরিয়া মরু গিরি ছাড়ি আসিলাম এত পথ
বিশ বছরের মাথায় ঠেকিলো আমার জীবন রথ।


কত কথা জমা এ বুকের মাঝে কত স্মৃতি বয়ে যায়
দিনে দিনে শুধু শেষ হয়ে যাবে জীবনের অধ্যায়।
কিশোর জোয়ান সব কাল শেষে আসিবে সন্ধ্যাবেলা
ডুবিয়া যাইবে দিনমণি মোর ভাঙিবে মধুর মেলা।
হারানো দিনের জন্য আজিকে আফসোস হয় ভাড়ি
কোন ভালো কাজে সেদিন গুলিকে আসিলাম আমি ছাড়ি।
একথা আমি কী ভেবেছি কখনো, দুনিয়ায় মন লীন
আজকে আমার জন্মদিন তো বাকি আর কতদিন!


তারিখঃ ২২/১১/২০২২ইং
রাতঃ ১২:০১ মিনিট।
আজ আমার ২০তম জন্মদিনে প্রিয়জন হিতাকাঙ্খী সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।