একদিন এই বসন্তের রূপ ছিল ভিন্ন,
সবকিছুই যেন অন্যরকম ছিল আমার।
সূর্যের তেজ ছিল অনেকটা মিষ্টি,
বড় রোমাঞ্চকর মুহূর্ত ছিল গোধূলির লগ্নে,
প্রভাতের স্নিগ্ধ আলো চারিদিকে ছড়িয়ে পড়ার দৃশ্য!


সেদিন এসেছিলাম অপেক্ষার প্রহর শেষ করে,
অনেক ফুলের সাজানো এক বাগানে।
পাখিদের কিচিরমিচির আওয়াজের সমারোহে,
প্রজাপতির ডানায় কত বাহারি রঙের আলপনা,
চারিদিকে হাজারো শোভার আনাগোনা!


আবার এসেছি শরতে মেঘের পেঁজা তুলো উড়িয়ে,
নদীর পাড় ঘেঁষে কাশফুলের সাদা চাদর জড়িয়ে।
নদীর জলে ভিজে আসা যেন স্নিগ্ধ কোমল হাওয়া,
শিহরণ জেগে উঠে আমার অঙ্গ হৃদয় জুড়ে,
সেখানে ছিল শুধু তোমায় আমার চাওয়া!


খুঁজেছিলাম বৃষ্টি ভেজা শরীরে একটু উষ্ণতা
তোমার আঁচলে লুকাতে করেছি ব্যর্থ চেষ্টা।
শীতের কষ্টে খুঁজিনি আমি এক টুকরো গরম কাপড়,
তুমিহীন একাই আমি কেঁপেছি থরথর,
হয়নি তবু তোমার আগমন এই হৃদয়ের নীড়ে!


খুঁজেছি বারংবার এই সুরভির টানে দিগ-দিগন্তে,
ব্যাকুল মন চায় অনেকটা নিকট থেকে জানতে।
তোমার সাথে কেটেছে হয়তো কিছুক্ষণ সময়,
ওই বসন্ত কেন আর আসে না আমার জীবনে,
তোমার সাথে পরিচয় হয়েছিল যেই বসন্তের ক্ষণে।