আমার দেশে সোনার ফসল
গাছে মিষ্টি ফল,
তেরো নদীর বুকভরা ঢেউ
সুমিষ্ট তার জল।


সারি সারি সবুজ অরন্যে
ঘেরা চারিপাশ,
চলার পথে পায়ে চুমু খাবে
কোমল দুর্বাঘাস।


আমার দেশের সরল মানুষ
মনটি বড় উদার,
প্রকৃতির রঙ-রূপের মতো
বড়ই চমৎকার!


আমার দেশের ঝর্ণার নৃত্য
কত রোমাঞ্চকর,
উঁচু উঁচু পাহাড়গুলি দেখতে
দারুণ বিস্বয়কর!


আমার দেশের বন-বনানী
গাছে হরেক পাখি,
দৃষ্টিনন্দন এই মোর প্রকৃতি
মনে চায় শুধু দেখি।


আমার দেশের বর্ষাকালে
সাদা শাপলা ফোটে,
কতো মজা হয় জানো না
দুপুরে সাঁতার কেটে।


আমার দেশে দক্ষিণা বাতাস
আর হিমেল হাওয়া,
মায়ের কোলে যেমনি আদর
যায় সেথায় পাওয়া।


আমার দেশের বাংলাভাষী
বাংলায় কথা বলে,
দেশ-মাটি ও মায়ের প্রেম
সবার বুকে জ্বলে।


দৃষ্টি মেলে যে সোভা দেখবে
ওই সমুদ্র বন্দরে,
আরো কত কিছু আছে মোর
স্বদেশের অন্দরে।


আমার দেশের ভাঁজে ভাঁজে
সুনিপুণ বিন্যাস,
দেখাবো সবই বন্ধু, তোরে
যদি কোনদিন যাস।