যে মানুষকে ভালোবাসতে জানে,
সে-তো সত্যিকার অর্থে একজন মানুষ ।
শুধু নিজের চিন্তায় চিন্তিত হয় না
বরং তাঁর চারপাশটা নিয়েও ভাবে ।
সে শুধু নিজেই পেটপুরে খেয়েদেয়ে নিশ্চিন্ত না
চারপাশে তাকিয়ে দেখে অনাহারীর দুপুর বেলা, বেলা ডোবা অব্দি যে তাঁর সারাদিনের ক্লান্তি নিয়ে সামান্য পারিশ্রমিকের অপেক্ষা করে ।
দিনশেষে সামান্য কাজের ত্রুটির জন্য ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় লোকটিকে ।
কোন পারিশ্রমিক আর পেলো না, বিষন্ন মনে ভাবছে
কী নিয়ে বাড়ি ফিরবো। ঘরে সন্তান, স্ত্রী অপেক্ষায় ।


আপনি কী জানেন ?
মানুষকে খাওয়ানো কত বড় একটা গুণ।
এটা স্বয়ং বিধাতার গুণ।
আপনিও কী চান নিজেকে বিধাতার গুণে গুণান্বিত করতে ?
তবে চলুন, ওদের খবর নিতে ।
রাতেও হয়তো ওদের খাবার শুন্য হাঁড়ি পরে থাকবে ।
কতো শিশু, আজ পথশিশু নামে পরিচিত ।
ডাস্টবিনের পাশে কুকুর বিড়ালের সাথে
নোংরা খাবার ভাগ করে খায় ।
সামান্য কিছু খাবার ওদের হাতে তুলে দিয়ে দেখুন ।
কতটা প্রশান্ত হয় ওদের মন। নিষ্পাপ হাসি
আপনাকে বিমুগ্ধ করবে ।
আসুন একটু মানবিক হই !
নিজের খাবারটুকুনই না হয় ভাগ করে খাই ।