হৃদয়ে ঝংকৃত আওয়াজ,
আজকাল তেমন কেউ শোনে না।
অলক্ষিত থেকে যায় বিষাদের মেঘ
জমে হিম হয়ে গেছে কত-শত যুগ আগেই।
দু-চোখের নালা বেয়ে ঝর্ণার মতো আঘাতের ফুল ঝরে।
গহীন হৃদয়ে ঝড়তুফান এর প্রতাপী তোলপাড়।
তবুও বাঁকা ঠোঁটের চিকন হাসিতে
সবকিছু লুকানোর অন্তিম চেষ্টা।
প্রথমে তাঁর বার্তা এসেছিল,
যেই না খুলেছি, কারো মাতাল করা গন্ধ পেলাম।
মন চেয়েছিল, থাক খুলবো না!
তবুও খুললাম,
চোখ মেলবার প্রয়াস_
ওমনিতই মন্ত্রপূত একগুচ্ছ গোলাপের মায়া চোখে চশমা পরিয়ে দিল।
অবশেষে_
আজ বৃহস্পতিবার,
তাই সবার কবিতা হয়তো ছুটি নিয়েছে।
কিন্তু আমি ছুটি দেয়নি,
ওকে নিয়ে বিষাক্ত রাত কাটাবো বলে।
কবিতা_!
একটি কথা জমা দিতে চাই,
গচ্ছিত রাখবি বল_!
কথা দে_!
"জানি তুই" আমার সব কথা প্রকাশ করে দিস।
আমার চোখের পানি যে লুকাতে পারি না।
আজ কোন নিষেধাজ্ঞা আরোপ করবো না
বড় কষ্ট হচ্ছে বলতে,
তবুও বলছি "বিষকন্যা'র কথা"
গোলাপের মায়া জরিয়ে ভালোবাসা দিবে বলে,
বিষাক্ত কাঁটার আঁচড়ে আমাকে
নিস্তেজ, নিস্প্রভ করে দিল।
বিষকন্যায় জীবন আমার বিপন্ন।
কোন প্রতিরোধক ব্যবস্থা আছে কিনা জানা নেই।


তারিখঃ ১১/১১/২০২২ইং
রাতঃ ০১:৫৫ মিনিট।