আমাদের এই আবাসভূমি
পৃথিবীটা বড় বৈচিত্র্যময়!
কতো আয়োজন হচ্ছে
এই বিশ্ব-মানবসম্প্রদায়ের মধ্যে,
কখনো মানবিক উন্নয়নের,
কখনো বৈশ্বিক উন্নয়নের।
কিন্তু সফলতা কতটুকু?
দিনশেষে চোখের দেখা বাস্তবতা হলো-
বৈশ্বিক উন্নয়ন দিনদিন বাড়ছে
আর মানবিক উন্নয়নের ধস নামছে দিনদিন।
এটাই দেখছি প্রতিনিয়ত!
সম্পদের পরিমাণ বাড়ছে,
আর সম্পর্কের ছিন্নতা-ও বাড়ছে।
সুখ-শান্তি প্রাচুর্যের মধ্যে না,
সবার সাথে সুন্দর সম্পর্ক ও হৃদ্যতার মধ্যে।
যেখানে ভালোবাসার শুন্যতা দেখা দেয়,
সেখানে হাজারো সৌন্দর্যমন্ডিত সবুজ অরণ্য,
ফুলের বাগানও মরুভূমিতে রূপ নেয়!
ভালোবাসা ও যত্নের ফলশ্রুতিতে
মরূদ্যানও পুষ্পোদ্যানে পরিনিত হয়।


তারিখঃ ১১/০৯/২০২১ইং