দু'চোখের মিলনে হয়
হাজারো কবিতার সৃষ্টি
খানিকটা আড়াল হলে মেঘ জমে
শুরু হয় অঝোরে বৃষ্টি।
তোমাতে আমাতে বসন্ত সাজে
অযুত ফুলের গন্ধ
তোমার শুন্যতায় আমার শহর জুড়ে
কোলাহল আর বিষাদেরা করে দ্বন্দ্ব।
ফুলেরা ফোটে না, পাখিরা গায় না
নিস্তেজ লাগে সব
তোমার আগমনে ফুল ফোঁটে, পাখি গায়,
শুরু হয় কলরব।