এই বৃষ্টিভেজা প্রহর শেষে
হয়তো আকাশ মেঘহীন, উজ্জ্বল হবে ।
তবে চক্ষুভেজা প্রহর শেষে
মনের গহীনে জমাট বাঁধা মেঘ সরবে কবে?
একেকটা দুঃখকে আকাশের তারার
মতনই জরিয়ে রাখি, আগলে রাখি
দুঃখ হোক আর যা-ই হোক
বহুদিন ধরে দুঃখ পুষে অভ্যস্ত হয়ে গেছি ।
ধরে রাখার অভ্যেস হয়ে গেছে ।
যদি কোনদিন দুঃখগুলো আমার থেকে মুক্তি চায়!
আমি চাই না, সয়ে যাওয়া দুঃখ থেকে মুক্ত হতে ।
মানুষ তো দুঃখ, কষ্ট, ছাড়া বাঁচে না ।
আবার যদি নতুন কোন কষ্ট ভীড় করে
ওদের ভয়ে আমার প্রাপ্ত দুঃখগুলোকেই জরিয়ে রাখি ।