না দেখিয়া খবর শুনে
তোমার রূপে ফিদা
তোমার প্রেমিক হয় এমনই
একটু সাদাসিধা।


বোঝা যায় না ধরা যায় না
থাকে সরল সোজা
হটাৎ দেখে যায় না তাদের
হৃদয়ের হাল বোঝা।


ধরা পড়ে রুমির চোখে
সঠিক শুদ্ধ জ্ঞানে
তারবেযীরা লুকিয়ে রয়
সদা প্রিয়র ধ্যানে।


চোখ যদি হয় কলুষিত
অন্তর থাকে কালো
হাজার পর্দা ভেদ করিয়া,
দেখবে কেমনে আলো!


নিজের উপর জুলুম বন্ধ
করিয়া সব জালেম
হয়ে ওঠো সবাই বন্ধু
সত্যিকারের আলেম।


নিজের সাথে পরিচিত
যদি হতে পারো
মহান স্রষ্টার পরিচিতি
জলদি পাবে আরো।


ষাট বছরের আলেম যদি
পাপের মধ্যে থাকে
পাপ মুক্ত এক যুবক হলেও
শ্রেষ্ঠ জেনো তাকে।