তোমার জীবন হতে বন্ধু
চল্লিশ সাল গত
এখনো তোমার স্বভাব দেখছি
ছোট্ট শিশুর মত ।


এখনো চলছ সেদিকেই তুমি
যেদিকে নফসে টানে
সুযোগ হলো না নজর করার
একটু নিজের পানে ।


ধ্বংসাত্মক জীবনের পরে
ভরসা নাই তো কভু
যুগের খেলায় রঙ-উল্লাসে
ভয়-ভীতি খুব তবু ।


মুল গ্রন্থঃ কারিমা (ফারসি)
গ্রন্থ প্রণেতাঃ মুসলেহ্ উদ্দীন শায়েখ সা'দী (রহ.)
অনুবাদঃ আরিফ সরদার
তারিখঃ ৩০/০১/২০২৩ইং
বিকালঃ ০৩:৩৭ মিনিট।
স্থানঃ ডুমুরিয়া, মুকসুদপুর, গোপালগঞ্জ।