বাড়ির সবাই কত্ত ভালো ঠিক করেছে বিয়ে
ক'দিন পরে বউ আনবো ফেনী জেলায় গিয়ে।
বউ আমার চাঁদের মতন মিষ্টি তাহার হাসি
হাসলে মুচকি ঝরে যেন মুক্তা রাশিরাশি।


জ্যোৎস্না আলোয় পূর্ণ দেহ রূপের চন্দ্রমণি
কী দেখি হায় মুগ্ধ হিয়া সে রূপ নগরের রাণী!
মাথায় তাহার কৃষ্ণ চুলে ছুঁয়ে গেছে কোমর
মনে চায় উড়াল দিয়ে লুফি সে রূপের গোমর।


চোখে যে তাহার মায়াল যাদু হলাম বশীভূত
হৃদয়ের চাওয়া-পাওয়া আজ তাতে পুঞ্জীভূত।
মন আকাশে চলছে আজ হাজার তাঁরার মেলা
আনন্দের তুফান বইছে ভীষণ মন করে উতলা।


কত্ত স্বপ্ন কত্ত আশায় মন করে আনচান
এই তো বুঝি হাতে পাবো নীল আকাশের চান।
বর সাজিয়া রওয়ানা সেথায় আনতে নতুন বউ
সারা গাঁয়ে দাওয়াত দিতে বাদ রাখিনি কেউ।


ধুমধামে বিয়ে করে আজ আনলাম ঘরে চাঁদ
আজ হতে করবো শুধুই সুখের চাষাবাদ।
বাসর ঘরে ফুলের বাহার কত আলোকসজ্জা
চন্দ্রমুখী ঘোমটা টানা লাগছে বুঝি লজ্জা।


লজ্জা কিসের তুমি আমার বাম পাঁজরের হাড়
তুমি আমার আমি তোমার এই তো সমাচার।
তুমি আমার আঁধার ঘরে জ্বাললে আলো এসে
এই বুকেতে জীবন জুড়ে রাখবো ভালোবেসে।


তোমার আমার জীবন বাঁগে ফুটবে কত ফুল
চক্ষু রেখে প্রাণ দুটো সেদিন হবে যে ব্যাকুল।
তুমি হলে এমনই কেউ হলে আমার মহারাণী
প্রতি হাটে কিনে আনবো শাড়ি যে জামদানী।


চন্দ্রমুখী চাঁদবদনটা আমার পানে তোলো
দেখবো মুখশশী তোমার ঘোমটা তো ফেলো।
যখন বউয়ের মুখটি দেখবো ঘুমটা সরিয়ে
চালের উপর হটাৎ শব্দে ঘুম দিল উড়িয়ে।


তারিখঃ ২৮/০৪/২০২২ইং
রাতঃ ১২:০৫ মিনিট।