জীবন আমার কোরবানি হোক মহান প্রভুর নামে
জীবন চলুক নবীর নকশে প্রেমময় সংগ্রামে ।
আস্তিক কুলে জীবন চালায় রবের খুশির মতে
নাস্তিক কুলে হুঁশহারা তাই চলছে উল্টোপথে ।


এই পৃথিবীর শীর্ষ মূর্খ নাস্তিক হয় যারা
কূপের মতোই ভীষণ ক্ষুদ্র ওদের জ্ঞানের ধারা ।
সাগর কিংবা মহাসাগরের খবর পায়নি তাই
কূপকে ঘিরেই বদ্ধ ওদের জীবন অনেকটাই ।


বিজ্ঞানও সে কূপের মতোই সীমানায় ঘেরা ঘর
কুরআন হলো পৃথিবীর বুকে জ্ঞানের মহাসাগর ।
যতোই হচ্ছে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার
প্রমাণিত হয় পাক-কোরানের অসীম সত্যতার ।


বিজ্ঞান আজো বলতে পারেনি নিকটের আসমান
সাত আকাশের খবর দিচ্ছে পবিত্র কোরআন ।
চালিয়ে দিচ্ছে না দেখে আকাশ মহাশূন্যের নামে
বিজ্ঞানে যত না পাওয়া কথা বলা আছে ইসলামে ।


বিজ্ঞান নিয়ে বসে আছে যারা তাদেরও জ্ঞানী মানি
তবে কোরআনের ধারক-বাহক শীর্ষ মহান জ্ঞানী ।
পৃথিবীর সব মহাবিজ্ঞানী কোরআন যবে পড়ে
বিস্ময়ে ভরা কোরআন পাঠে ওদের মাথাও ঘোরে ।