হে বীর! এখনো কেন ঘুমে?
কালো থাবার শকুনদলে আজ
এসেছে এ ধরণীতে নেমে।
জাগ্রত হও আঁখি মেলে
দৃষ্টি ফেলো দেখ দিগ-দিগন্তে
জোট করেছে হিংস্রদলে।


তুমি ঘুমন্ত সারদুল!
তুমি রুস্তম! সত্যের দাবানলে
জ্বালিয়ে দাও নির্মিত সব ভুল।
তুমি আগ্নেয়গিরি! যদি জাগতে পারো
তুমি সাইক্লোন! তেজদীপ্ত
তুমি গতিশীল আগামীর পথে
দৃঢ় সংকল্প সঞ্চয় করো।


তুমি বিন কাসিমের স্থলাভিষিক্ত
অন্ধকারের অপমানে তোমার
যদি, একটু লজ্জাও হৃদে জমে,
ঐক্যবদ্ধ মিছিল রওয়ানা
হে বীর! এখনো কেন ঘুমে?


তারিখঃ ০১/০৩/২০২২ইং