এ সবুজ মেঠোপথে হয়তো কেউ সঙ্গী ছিল,
আজ তাই একা লাগে মনে হয়,
হারিয়েছি তৃষ্ণার্ত জীবনে প্রাপ্ত জলপূর্ণ পাত্র,
জেগেছে আজ ভয় এই একাকিত্বের সংশয়।


কেউ ছিল যে হাতে হাত রেখে বলেছিলো,
এ জীবনের দুঃস্বপ্নের মরু পথে দিয়েছিলো আশ্বাস,
এ জগতে তুমি একা নও আছে আরো অনেকে,
কান্ত মরুর পথ শেষ হবে রবে শুধু দুজনের বিশ্বাস।


জানিনা সে কেমন ছিল তবে ছিল হয়তো,
সারিসারি সবুজ অরণ্যের ছায়া আকৃতি,
কিংবা প্রকৃতির চির শীতল প্রসারণ নয়,
ছিল বড় অমূল্য কিছু, তবে সে ছিল ক্ষনিকের অতিথি।