এই মন ছুটে যায় বারেবারে কা'বার ঐ পথে
ঐশী শোভা লুকালো যেথায় কালো পর্দাতে।
চাঁদের জ্যোৎস্না সূর্য রশ্মি দেখ থমকে গেল
কালো কা'বার রূপের ঝলকে হৃদ কেড়ে নিল।


লাব্বাঈক লাব্বাঈক ধ্বনি বাজছে চারদিকে
শুনে ঐ সুর পিয়াস বাড়ায় এই প্রেমীর বুকে।
কা'বার হলো প্রেমিক-কূলের প্রাণের আস্তানা
কা'বার প্রেমেই আজকে দেখ সবাই মাস্তানা।


কত সুন্দর শোভাময় ঐ কা'বারই কালো ঘর
আসমান হতে ঝরে অহর্নিশ তাজাল্লী নির্ঝর।
কত আশেকে যাচ্ছে ছুটে কা'বা ভালোবেসে
রহমের বারিধারায় শিক্ত কা'বার আশেপাশে।


কত ধন্য ঐ বান্দারা যাদের ডেকে নিল ঘরে
দো-জাহানের দৌলত দিল আপন হাত ভরে।
শুভ্র পোশাকে পাগল বেশে গলিতে ঘুরাঘুরি
লাগে যেন ভিন্ন জগত, এ কোন আজব পুরী!


আজব পুরী নয় তো বন্ধুরা এ যে প্রেমের হাট
সবাই দেখি ব্যাস্ত তথায় ধরে প্রিয়র চৌকাঠ।
কাঁদছে কেউ অশ্রু নিয়েও কেউবা তাওয়াফ
চাচ্ছে প্রভুর -ভালোবাসা সকল ভুলের মাফ।


সাজছে সবাই কা'বারই রঙে সব আশেকীন
পাপ সমূহ ধুয়েমুছে আজকে হলো মুত্তাকিন।
নতুন রঙে ও নতুন ঢঙে সাজছে দিওয়ানারা
চেয়ে দেখো প্রভুর প্রেমে কতই পাগল ওরা।


নূর সাগরে ডুবছে আজকে কা'বার মুসাফির
কোথায় তুমি হে প্রিয়জন তোমাতে-ই অস্থির!
এ হৃদয় মাঝে বাড়ছে কেবল ব্যথার আকুতি
দয়ার্দ্র সেই প্রভুর কাছে আজ একটা মিনতি।


ঘরে ডেকে আনলে যখন কবুল করেই নাও
এই ললাটের দূর্দশা সব ধুয়েমুছে তুমি দাও।
ভালোবাসা মহব্বতের আগুন জ্বালাও দিলে
জ্বলতে চাই প্রেমের অনলে প্রতি পলে পলে।


তারিখঃ ০৮/০৭/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:১২ মিনিট।