কত কষ্ট হৃদয় মাঝে বোঝাই তা কেমনে
রং-তুলি সব নিঃশেষ হলো এক ছবি অঙ্কনে
মনের মাঝে কত স্বপ্ন কত বোনা আশা
দিনের শেষে দেখি এতো সবই সর্বনাশা।
মিষ্টি কিছু স্মৃতি আমার বাসা বাঁধলো মনে।।


প্রভাতের ঐ ফুলগুলো সাঁঝে দেখি ভুল
হয়না কোনকিছুই তারপর আমার অনুকূল।
ঢাকা পড়ে অমানিশার ঘোর আঁধারে
দেখিনা সে আলোকরশ্মি আর ভোরে।
অমোচনীয় কালোদাগ পড়ে মোর জীবনে।।


নির্মল, নিষ্প্রভ চোখের পাতায়ও পানি
ধুয়ে-মুছে যাক তবে এ জীবনের সব গ্লানি।
ফিরে আসুক হারানো বসন্ত জোয়ার
চাই বুকে পেতে ভালোবাসা ও পেয়ার।
পৌঁছে যাব আমি তবে সে তোমার মধুক্ষণে।।


তারিখঃ ১৬/০৭/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:৪০ মিনিট,
আলীপুর, ফরিদপুর।