(০১)কুমড়ানির আমোদে


এসো বানাই কুমড়া দিয়ে বেগুনি, চপ মোরা,
কুমড়া দিয়ে বেগুনি বানায় সংসদের রাধুনিরা।
তেল ছাড়াও রাঁধতে জানে দিতে সান্ত্বনা মোদের
কীভাবে বিশ্বাস করবো তেল নাই ঘরে তাদের।


যাইহোক সেই রহস্য উন্মোচন আমার দরকার না
যে যা খেতে চায় তার প্রয়োজন কী জানা!
আমারা গরীব তবে কেন বেগুনের চিজ খাবো
আজ হতে সব কুমড়া দিয়ে বেগুনি বানিয়ে নিবো।


জলদি ছুটে আসো রাঁধুনী এবার রান্নাঘরের মাঝে
যা মনে চায় তাই রাঁধিও তেল দিও না যে।
এই দেশে আর তেল খেয়ে কাজ নাই জনগণের।
তেলের পুষ্টি দরকার নাই এবার সাধারণের।


পেঁয়াজ ছাড়া রান্নার করবে তোমায় বলে দিলাম
তেল চাইলে চৌদ্দ গোষ্ঠীর হতে হবে সব নিলাম।
তেল খাওয়াও হবে না হয়তো এইতো খবর পেলাম
সামনে আরো কী হতে পারে সবই তো বুঝে গেলাম।


একটু মজাদার হয় যেন সেদিক খেয়াল রেখো
আর যাবতীয় মশলা দিয়ে ভালোভাবে তা মেখো।
চাইলে সাংসদ কচুরিপানায় দিতে পারে গো স্বাদ
আমরা বাঙালি আনন্দিত মনে কত আহ্লাদ।


হায়রে দারুণ স্বাদের রেসিপি দেখলাম সংসদে
খুশির চোটে নাচতেছে মন কুমড়াণীর আমোদে।
স্বাধীন দেশে কত-কী নতুন খাবার অজানা
হয়তো একদিন বলবে আজ রেঁধেছি কচুরিপানা।


বেগুনি বানাও সবাই দাও বেগুনের স্থানে কুমড়া
কুমড়াণী খাবে বেগুনির নামে কত বড় দামড়া।
এসো সাজাই রান্নাঘরটা এবার ফাজলামি দিয়ে
তেল, বেগুন আর পিঁয়াজ-মরিচ সবকিছু বাদ দিয়ে।


তারিখঃ০৭/০৪/২০২২ইং
দুপুরঃ ১২:৫০ মিনিট,
আলীপুর, ফরিদপুর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০২)হিজাব প্রসঙ্গ


সোনার দেশের সোনার ছেলেরা
আজকে তোমরা কই
কাল ওপেনে যারা টিপ পরিয়া
করেছিলে খুব হইচই।


তোমরা তো সোনার ছেলে নয়
মুক্তা-মণি দামী হিরা
জানতে চাই হিজাব পরা বোন
কেন তাকে হলো মারা?


দোষ কী ছিল হিজাব পরেই তো
গিয়েছিল তারা স্কুলে
উগ্রবাদীর হিন্দু টিচার সবাইকে
আহত করেই ফেলে।


কতো সাহস বলে কীযে ওদের
হিজাব বাড়িতে পরো
স্কুলে আবার হিজাব কী করার
হিজাব এগুলো ছাড়ো।


কেমন মারা মারলো সে ম্যাডাম
হলো বিশজন আহত
শুধু বিশজনকে নয় আমাদেরও
হৃদয় করেছে ব্যাথিত।


কোন বিধানে আছে বলো ভাই
দেশে হিজাব চলবে না
ইসলাম প্রধান রাষ্ট্রে অজ্ঞানেও
দ্বিতীয় কিছু বলবে না!


এই দেশের স্বাধীনতা আজকে
খর্ব করলো গো যাঁরা
তাওহীদিদের এই একক দাবী
যোগ্য শাস্তি পাক ওরা।


তারিখঃ ০৮/০৪/২০২২ইং
বিকালঃ ০৪:০২ মিনিট,
আলীপুর, ফরিদপুর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৩)মনুষ্যত্বের জ্ঞানে


হৃদয়ে কী নাড়া দেয় না এই বার্তারই ঝংকার?
আজ মেয়ে মেয়ে সাজাতে চায় নিষিদ্ধ সংসার।
দেখলাম দু’চোখে কতো কী কালের আবর্তনে
দিনে দিনে জড়াচ্ছে সব অন্ধত্বের আগ্রাসনে।


বিবেক-বুদ্ধি লোপ পেলো কী বুঝি না তা কিছু
উঁচু মস্তক ভ্রান্ত পথে করতেছে আজ নিচু।
দিচ্ছে কারা এই অনাচার সভ্যতাতে ঠাঁই
জাগ্রত বিবেকে নোংরামি এসব দেয় কেমনে রেহাই!


এই দেশেও পরলো শেষে অসভ্যতার কালো থাবা
চলতে থাকলে এমনই দিনকাল, ভাবছো মুক্তি পাবা?
ভুলে না যাই আমরা সেই কওমে লুতের কথা
থাকবে দেশের এই ঘটনাও ব্যাথার সুতায় গাঁথা।


এই সমাজের কর্ণধার যারা তাদের দৃষ্টি আকর্ষণ
সময় থাকতে করুন এদের জলদি নিয়ন্ত্রণ!
পাপের অনুশোচনা যদি না থাকে কারো মনে
মানুষ বলে কেমনে তারে বলেন মনুষ্যত্বের জ্ঞানে?


তারিখঃ ২৪-০৩-২০২২ইং
দুপুরঃ ১২:১৫ মিনিট,
পাইকদিয়া, মুকসুদপুর, গোপালগঞ্জ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৪)বর্ষ বরণ ঈমান হরণ


শুভ নববর্ষ অভিবাদনে
শুভ হয়না যে কভু
নববর্ষের বারোটা বাজে
নারাজ হলে প্রভু।


রমজানের পবিত্র দিনে
করতে বর্ষ বরণ
পুন্যতা সবই ত্যাগ করে
ঈমান করে হরণ।


পান্তা ভাতে ইলিশ খাবি
বটমূলে বসে তুই
তুই মুমিন রোজাদার যে
সেই সৌন্দর্য কই?


রমজান এলে বলো তুমি
রমজান মোবারক
পোস্ট দেখে মনে হয় যে
আল্লাহওলা লোক।


দিনকয়েক না যেতেই যে
রঙঢঙ এলোমেলো
শিকলে আবদ্ধ সয়তান
তবু তোর কী হলো?


সকল সয়তানি হবে তো
এক মুহূর্তে ভঙ্গুর
এসে দেখ তুই কবরেতে
অভাব নাই মুগুর।


তারিখঃ ১৪/০৪/২০২২ইং
ভোরঃ ০৬:২২ মিনিট,
আলীপুর, ফরিদপুর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৫)টিপ বিড়ম্বনা


টিপ পরে যেসব ছেলেরা করছে আন্দোলন
কী জানি কী বোঝাতে চায় কীসের নিদর্শন।
পুরুষত্ব লোপ পেয়েছে বুঝি ওদের ভেতরে
বের হয়েছে টিপ পরে গো হিজড়া রূপ ধরে।


এইসব টিপপ্রেমীদের কী বলবো আমি ভাই
কৃত্তি-কলাপ দেখে ওদের সাধুবাদ জানাই।
তোরা জাতির কুখ্যাতি বয়ে আনবি সামনে
সামান্য টিপ নিয়ে তোলপাড় করলি এমনে।


এবার টিপের সাথে শাড়ি থাকলে ওরে বোকা
লাগতো কী যে কাকি কাকি থাকতে না কাকা।
আগামীতে চুড়ি নিয়ে যদি কেউ কটুক্তি করে
বের হয়ে যাবি সদলবলে শাড়ি ও চুড়ি পরে।


টিপের সাথে শাড়িও থাকলে কী যে মানাতো
গাধার দলে টিপ শাড়িতে বিশ্বটা তা দেখতো
কে কী বললো তোদের দেখার দরকার নাই
তোরা পুরুষ শাড়ি চুড়ি পরে এগিয়ে যা ভাই।


তারিখঃ ০৭-০৪-২০২২ইং
রাতঃ১২:০০মিনিট।
আলীপুর, ফরিদপুর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০৬)ঝামেলার আবাদ


পবিত্র এই বাংলাদেশে নষ্টা করে গমন
তাই দেখে মরা পুতুল জানায় স্বাগতম।
আজ কেনো শান্ত নদে নেই কোন ঢেউ
জানিনা খবরটা কী পায়নি ওরা কেউ?


নষ্টামিতেই বিশ্বজুড়ে রইছে যার খ্যাতি
বাংলাদেশের মেহমান সঙ্গে নিয়ে পতি।
ওয়েলকাম করে তাকে দিচ্ছে বিছানা
দেশের সম্ভ্রম হানি হলো তা বুঝলোনা।


পবিত্র এই পুণ্যভূমি আউলিয়ার ঘাঁটি
সেই দেশে মুক্ত মনে নষ্টদের হাঁটাহাঁটি।
বলতে থাকলে কিছু করলে প্রতিবাদ
বাড়বে কটুক্তি হবে ঝামেলার আবাদ।