জীবন হলো স্রোতস্বিনী
নদীর মতোই নদী
প্রবাহমান নিজ গতিতে
জীবন অদ্যাবধি ।


জন্ম থেকে সূচনা এর
মরণ হলো প্রান্ত
জীবন পথে চলে নিত্য
রয় না একটু শান্ত ।


ছোট্ট জীবন দীর্ঘ আশা
বাঁচে আশা পুষে
হায়াত নামক বরফ খন্ড
খানিক চুষে চুষে ।


বরফ গলে নদী হলো,
নদী শুকায় খরায়
জীবন নদী মরে গেলে
চিহ্ন রয় না ধরায় ।


তারিখঃ ১৯/০২/২০২৩ইং
রাতঃ ১০:৫০ মিনিট।