জীবনটাকে বিলিয়ে দাও
জীবনদাতার তরে
তবেই আসল জীবন পাবে
রবের খুশির পরে ।


আঁখি যুগল বাঁধা তোমার
মোহের পট্টি দিয়ে
বাঁধন খুলবে সেদিন তোমার
করব ঘরে গিয়ে ।


দুনিয়ার এই মায়ার জালে
বন্দী হইও না-কো
এই দুনিয়া ভীষণ তুচ্ছ,
সদাই স্মরণ রাখো ।


কেন আসলে এ-দুনিয়ায়,
কী হওয়া চাই ব্রত
মহার স্রষ্টার হুকুমের পর
থাকবে হরদম রত ।