বাইশে নভেম্বর আমার এ ট্যুরে আগমন,
সেদিন হতে শুরু আমার রূপনগর ভ্রমণ।
দেখছি সোভা শুঁকছি সুবাস ব্যাকুলতা বুকে,
রবির ঝলক চাঁদের আলোক চোখের পলকে।
দিগ-দিগন্তে মায়া জরানো ণিপুনতার ফাঁকে,
কত দেখি হায় দৃষ্টি ভরে আকাশ তাঁরাকে!
সবুজিমার মায়াল কোলে, কোমল স্নিগ্ধতায়,
অশান্ত মন শান্ত যখন তার পরশ খুঁজে পায়।
কী আশ্চর্য দৃশ্য দেখি দূর হতে দাঁড়ায়,
মেঘেরা কী উঁড়ছে দেখি আসমানী পাড়ায়!
সাগরের সুউচ্চ ঢেউ দেখে বিস্মীত হই কত,
এইতো বুঝি নভের কোল ছুঁয়ে ফেললো না-তো!
কত জনের সাথে দেখা আর হলো পরিচয়,
কত জনে নিল আবার আমার থেকে বিদায়।
কত বন্ধু পেলাম এই প্রেমের আগ্রাসনে,
কত মায়া প্রেম দিয়ে রেখেছে আমায় টেনে।
মাতা-পিতা, বন্ধু স্বজন কিংবা ভাই হয়ে,
কত সোহাগের আঁচলে খুব রেখেছে জরিয়ে।
এই মায়ার বন্ধন আমার ছেড়ে যেতে হবে,
হ্মমা করে দিও প্রিয়, ভুল করলে তবে।


তারিখঃ ২২/১১/২০২১ইং
আজ কবিতাটির বয়স একবছর পূর্ণ হলো।