(০১)
এখানে সুখের দল পালিয়ে থাকে
এখানে বিষাদ মেঘ দরিয়া আঁকে!
এখানে চোখের পাতা রয় ঘুমহীন
বুকের বাঁপাশ করে সদা চিনচিন।


(০২)
তুমি ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা দায়
তোমাতে আমাতে মিশে বেঁচে থাকা যায়।
ফুল, ফল ছাড়া লাগে বাগান যেমন
তুমি হীন এ জীবন ধুসর তেমন!
তুমি এলে মরুভূমি ফুলের বাগান
তোমাতে আমাতে মেলে সব সমাধান।


(০৩)
বুকের মাঝে কষ্ট কতোই
নেই তো তাহার কোন কূল
চোখের পানির সেচ দিয়ে তাই
কাব্যে ফোঁটাই ব্যথার ফুল!


(০৪)
বিষাদ ভর্তি হৃদয় আমার
চক্ষু ভর্তি জল
বাইরে বইছে ফাগুন হাওয়া
ভিতরে অনল।


(০৫)
ফুলের মধ্যে ফুলের গন্ধে
কোন সে রূপের ঝলক
হারিয়ে যাই সেই অরূপে
নিমিষেই হর্ পলক।