হাতে ছিল শুধু পানির পেয়ালা পানি ছিল বহু দূর
পানির দেখাটা মিললো যখন পেয়ালা ভাঙিয়া চূর ।
তেমনি আমার জীবন পেয়ালা আশায় পূর্ণ বেশ
আশা পূরণ না হতেই জীবন মরণআঘাতে শেষ ।


সম্বল তোর যা-ই ছিল ভবে কাজে লাগালো না কিছু
অযত্নে তুই হারালি জীবন মিছে দুনিয়ার পিছু ।
কিনে নিলি তুই আসল ভাবিয়া পুরাই নকল সোনা,
বহুদিন পরে বুঝতে পারলি নকল, আসল-তো না।


পাগল হইয়া উচ্চ মূল্যে খরিদ করলি মাটি
আসল 'সত্ত্বা' ভুলিয়া নাপাক করছিস চাটাচাটি!
বাদশা হতিস দুই জগতের, করলি এমন ভুল
আসল ছেড়ে যে নকল ধরিয়া হারালি উভয়কূল।


শিকার করতে এসে বনে তুই নিজেই পড়লি ফাঁদে
পরিনতি তোর এমনই হবে চলতি যে আহ্লাদে।
সময় থাকতে হুঁশিয়ারী শোন, হয়ে যা'রে সাবধান
দুগ্ধ নষ্ট হয়ে যাবে পেলে লেবুর একটু ঘ্রাণ।


মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ২১/০২/২০২৩ইং
বিকালঃ ০৪:৪৪ মিনিট।