কখনো কখনো ভালোবাসা না বলেই চলে যায়;
কোন বিদায়ী পূর্বাভাস না দিয়েই।
যেটার জন্য প্রস্তুত নয় আমার প্রেমদীপ্ত হৃদয়
আকস্মিক এক দূর্ঘটনা মনে হলো আমার জীবনের।
বলতে পারছি না কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তঃপুর
মাঝে মাঝে তো সূর্যও মুখ লুকিয়ে রাখে ঘনকালো মেঘের আড়ালে।
তাই বলে সে চলে যায় না!
দূরত্বে বা ছেড়ে ;
তাতেই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ;
আর ভালোবাসা তো জীবনের সূর্য
এটা লুকানোর মর্মান্তিক রূপে জীবনটা শুধু অন্ধকারাচ্ছন্ন নয়
বিপন্ন হয়ে পড়ে।

চলে গেলে ওগো প্রাণের প্রিয় কবি!
কয়েকটি চিরকুট ধরিয়ে দিয়ে,
বললে ভুলে যাও আমাকে, ভালো থাকো তুমি
এতটা সহজ ছিল না তোমাকে ভুলে যাওয়া
হৃদয়ের গহীনে বেদনার তোলপাড় চলছে অহর্নিশ
একগুচ্ছ গোলাপের সুগন্ধি চারিদিকে ভেসে বেড়ায়।
কত সুন্দর বদন ওর তাই না?
কিন্তু ওদেরকেও আজ মলিন লাগে আমার চোখে।


মাঝেমধ্যে এসো জিজ্ঞাসিও
কেমন আছি জানতে চেও
জানতে চেও আমার অগ্নিদগ্ধ হৃদয়
তোমার শুন্যতায় কেমন আছে!
সবুজ পৃথিবীতে কত কষ্ট বয়ে বেড়াচ্ছি
আজ সারাদিন যখন তোমার অভাববোধ করি
হাজারো মানুষের মধ্যে নিজেকে একা মনে হয়।
জোড়া হারা পাখির একলা বাসায়
কীভাবে কাটে বলো?
অশ্রু ঝরলেও কেউ জিজ্ঞেস করে না
আমার কান্নার আওয়াজেও কেউ কাছে আসে না।
তোমার ভাবনায় কেটে যায় একেকটা অচল আবেগী প্রহর।


তারিখঃ ০১/০৮/২০২২ইং
রাতঃ ১০:২৫ মিনিট।