মানুষের সৌন্দর্য শুধু তার চেহারা,
পোশাক-আশাকেই সীমাবদ্ধ নয়।
তার সৌন্দর্য বিস্তৃত!
পা বাড়ানো থেকে শুরু করে চোখের চাহুনি পর্যন্ত।
তার চেহারা কালো হতে পারে,
গড়ন বেটে হতে পারে,
মাথায় চুল না-ও থাকতে পারে।  
এখানে সৌন্দর্যহীনতার কিছু নেই।
মানুষের সৌন্দর্য দেখেছি—
তার কথাবার্তায়,
তার আচার-আচরণে,
তার অন্যের প্রতি শ্রদ্ধাবোধে,
তার দায়িত্বশীলতায়,
তার বিপদগ্রস্ত মানুষটাকে সাহায্য করায়,
তার সদুপদেশ দেওয়ায়,
তার সুন্দর জীবন নিয়ে চলায়,
তার সৎ হয়ে থাকায়,
চেহারা সুন্দর কিন্তু সে মিথ্যাবাদী,
চেহারা সুন্দর কিন্তু সে চোর,
চেহারা সুন্দর কিন্তু সে প্রতারক,
চেহারা সুন্দর কিন্তু সে জালেম,
চেহারা সুন্দর কিন্তু সে ওয়াদা ভঙ্গকারী,
চেহারায় সৌন্দর্য কিন্তু মনটা কদাকার,
এমন মানুষকে কে সুন্দর বলবে? দেখাও!


সুন্দর মনের মানুষটাই সুন্দর
সুন্দর কথার মানুষটাই সুন্দর
সুন্দর কর্মসম্পাদনকারী মানুষটাই সুন্দর,
যদি তোমার সুন্দর চোখ থাকে
নিশ্চয়ই প্রকৃত সুন্দর মানুষ তুমি দেখবে।