কতদিন ধরে ভালো থাকার
এ মিথ্যা নাটক করে চলছি
কৃত্রিম হাসির আড়ালে লুকিয়ে রাখি
নিজের অসুস্থ সত্তা।
বয়স আঠারোতে পা রাখছি, ওদিকে
মা-বাবা বৃদ্ধ হতে চললো,
চশমা পরা, অপেক্ষায় বসে আছে
আমার সফলতার দিন দেখার।


আমার জন্য, বৃষ্টিতে ভিজছে,
চৈত্র মাসের উত্তপ্ত লোহিত রোদের মধ্যে
পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছায় বাবা।
মায়ের জমানো টাকাগুলোও
আমার পকেটে রেখে দেয় মাঝেমধ্যে।


শুধু তাঁরা চায়,
আমি প্রতিষ্ঠিত হই, আমি আলোকিত হই,
আমিও চাই, আমার মা-বাবা দেখুক!
আমি তাদের পরিশ্রম সার্থক করতে পেরেছি।
আমার বাবার কপালের ঘাম মুছে বললো।
আমি তোমার সফলতা।
মাকে আর নিদ্রাবিহীন রাত কাটাতে হবে না,
আমার চিন্তায় চিন্তিত হয়ে।
অতি দ্রুত আসুক সেই দিনটি ;
যেদিন আনন্দাশ্রুে উদ্ভাসিত হবে মনন ।


তারিখঃ ১৩/১২/২০২২ইং
সন্ধ্যাঃ ০৭:৪৫ মিনিট।