শরীরে প্রাণ থাকা অবস্থায়
তোমার সাক্ষাৎ আদৌও সম্ভব নয়,
তাই ওই মরণ সুধা পান করাও
যা তোমার মধুময় সাক্ষাৎ এর সুবর্ণ সুযোগ করে দিবে।
আমি তোমাকে চাই অনেক কাছে
একেবারে আমার চোখা-চোখি, সামনা-সামনি,
সেটা কদিন পরেই না হোক!
ততক্ষণে ভালোবাসা ও অপেক্ষার
তপ্ত অনলে জ্বলে বন্ধুর বন্ধুত্বের উপযুক্ত হতে চাই।
জানি কোনদিনই সম্ভব নয়,
এ জীবনের বিশাল দোষের রেকর্ড ঘুচানো,
কালো অধ্যায় মুছে ফেলা।
তবে আমি আশান্বিত তোমার দয়া
আমাকে হতভাগাদের অন্তর্ভুক্ত করবে না।


আমি তোমার সাক্ষাৎ এর প্রবলতর আগ্রহী,
যেমন আগ্রহী থাকে মরুভূমির বুকে
পথ হারানো এক তৃষ্ণার্ত পথিক।
পরজীবনে প্রিয় তোমার পরেই
নয়ন রেখে কাটাতে চাই নিযুত সাল।
তুমি তো জানো, যেদিন প্রথম সমাবেশে
বলেছিলে তোমার পরিচয়। "তুমি কে"।
তোমার সেই আওয়াজ শোনামাত্র
হৃদয়ে ভালোবাসার জোয়ার এসেছে।
আজ-অব্দি তা প্রবহমান।
পুনরায় তোমার প্রেমিকের সনে সাক্ষাৎ হবে,
ততদিন না দেখে দূর ইশারায়
পাগলের মতো ভালোবাসা আমার মনোরথ,
জীবনের একচ্ছত্র মিশন, ব্রত, দায়িত্ব!


তারিখঃ ২৬/০৮/২০২২ইং
সকালঃ ১১:৩৪ মিনিট।