মোর্শেদ আমার এই জীবনে মাওলা পাবার আলো
তোমার পাশে দিনগুলো খুব কাটছে আমার ভালো।
চিন্তাধারা পাল্টে গেছে তোমায় পাবার পরে
জীবন জুড়ে চলবো ইচ্ছে তোমার হস্ত ধরে ।


দূরে ছিলাম কাটছিলো দিন দুঃখে ধুঁকে ধুঁকে
এসেছি তাই কাছে তোমার টেনে নাও গো বুকে ।
কতদিন আর থাকবো দূরে বুকে প্রেমের জ্বালা
পরিয়ে দাও গলায় এবার মাওলা প্রেমের মালা ।


কান্নাকাটি আর মোনাজাত বুকে নিয়ে আশা
মাওলার কাছে চাইছি ভীষণ তোমার ভালোবাসা ।
ভালোবাসার ছিটেফোঁটা পেলে জীবন দামী
তাই তো চাইছি নজর তোমার, একটু স্নেহ আমি ।


হাত না ধরলে পথ যে আমি সত্যি ভুলে যাবো
নফসানি আর শয়তানেরই ধোঁকা নিত্য খাবো ।
শরীর ভর্তি পাপের ময়লা তবু আশা নিয়ে
পাক-সাফ হবো মোর্শেদ তোমার হাতের সুরা পিয়ে ।


মহান ওলী বলো আমায় নিবে তোমার সাথে ?
না হয় জীবন হারায় যাবে পাপের আঁধার রাতে ।
কথা দিলাম নিজের পায়ে মারবো না আর কুড়াল
তোমার সাথে দিতে চাই আজ মাওলা পানে উড়াল ।


৭ এপ্রিল, ২০২৩ইং
বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা।