কামেল পীর ও বাতিল পীরের পার্থক্য:—


মানুষের বেশ ধরে এ সমাজে বহু শয়তান আছে
অনুসন্ধান না করে কভুও যেও না ওদের কাছে ।
শিকারীকে দেখো, সময় সময় পাখির কন্ঠ ছাড়ে
যেন ওই পাখি-শিকারী পাখিকে ধোঁকায় ফেলতে পারে ।
পাখিরা তখন স্বজাতির গলা ভেবে কাছে ছুটে আসে
অবশেষে ওই শিকারীর ফাঁদে ভীষণ বিপদে ফাঁসে ।


(মাওলানা জালালুদ্দিন রুমি রহ.-এর অমর গ্রন্থ মসনবী শরীফ থেকে অনুদিত)
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২