তোমাকে হারানোর পরে
জীবনে দুর্ভিক্ষ নেমে এসেছে।
চৈত্র মাসের কাঠফাটা রোদ্দুর আর আমি
কোন ছায়া নেই পৃথিবীর কোথাও।


শরীরের শিরা-উপশিরায় মাতম উঠেছে
একফোঁটা আশা নেই, শুকনো মাটির ঘরে।
শুধু তোমাকে হারানোর বিক্ষোভ মিছিল চারিদিকে।
জরাজীর্ণ দেহকে বয়ে চলছি অনর্থক।


ধীরে ধীরে কমে গেছে আমাদের কথা,
দু-পাশে বিরাজ করে শুধু-ই নিরবতা ।
ভুলতে চাই, ভুলে থাকি তারপরেও—
স্মৃতিরা নাড়া দিয়ে বাড়ায়, পুরনো ক্ষতের ব্যথা ।


~আরিফ সরদার