আমি ভাবতে পারিনি!
এতো অল্প সময়ে ইতি টানবে আমাদের গল্পের
ভূমিকার পরপরই উপসংহার রচিত হবে।
একটা ফুল ফোঁটার আগেই ঝরে যাবে অকালে
তার পরিপক্বতার উদাহরণ না রেখেই।
সুবাস ছড়িয়েছিল দিব্য আবেশে খানিকটা
অঙ্কুরেই জাদুময়তা ছিল কতোই মমতা মিশিয়ে।


ক্যালেন্ডারে দাগকাটা আছে,
গুণে দেখলাম এইতো কয়দিন হলো
কয়েকটি প্রভাতের স্তব্ধ মিষ্টি রোদের চাহুনি।
প্রভাতের সূর্যটা প্রখর আলো নিয়ে
আমার ঠিক মাথার উপর হানা দিল।
লুকানোর অন্তিম নীরবতায় আবার দেখি অন্ধকার নেমে এলো।


রাতের আকাশে চাঁদের জ্বলজ্বল চেহারা
আশেপাশে তারাগুলো লুকোচুরি খেলছে মেঘের আড়ালে।
কখনো মেঘের অভিমানী বৃষ্টি ঝরেছিল ঝিরিঝিরিয়ে
মেঘ সরিয়ে আবার সূর্য আলোর উজ্জ্বল দৃষ্টান্ত রাখলো।
সোনালী রোদ্দুর আমি বিভোর ছিলাম তখন
মেঘ এখনো পুরোপুরি কেটে যায় নি।


এদিকে আমরা দেখলাম একটি রূপসী বিকেলকে
যার গায়ে গোধূলির আলোমাখা আবির ছিল
আবিষ্কৃত হলো তোমার সাথে একটা মধু ক্ষণ
সেই নদীর ধারে বালুময় প্রান্তে বিশ্বাস যেখানে জন্ম নিয়েছিল।
তবে তুমি তাকে বাঁচতে দিলে না,
নিজ হাতে ধ্বংসাবশেষ গড়ে তুললেই অভিযোগকারীর মতো করলে আমার সাথে।


তবে তোমার অভিযোগ গুলোও শুনলাম,
যার প্রতিউত্তরে কিছু বলার থাকে না,
তাই বলিনি!
মেঘের প্রতি কিসের অভিযোগ থাকে বলো?
তুমি তো ভাসমান ছিলে মেঘের মতোই ভালোবাসবে বলে।
তবে তুমি ছায়া হয়ে থাকলে না
কঠিন রোদে ফেলেই গেলে।
কিছু বলার নেই ওহে মেঘের ছায়া;
কোন অভিযোগ নেই শুধু আছে ভালোবাসা ও মায়া।


তারিখঃ ১৫/০৭/২০২২ইং
রাতঃ ০১:৩২ মিনিট।