নতুন প্রভাত ফুলেল হোক না ভীষণ গন্ধময়
হোক আগামীর দিনগুলো সব দারুণ ছন্দময়।
ক্লান্তি কাটুক ফুর্তি আসুক নতুন বছর ঘিরে
স্বপ্নগুলোর নির্মাণ হোক তেইশ সালের নীড়ে।
বন্দী পাখিরা মুক্তি পাক না রুদ্ধ খাঁচার থেকে
অন্যায়কারী যাক না ওদের চিহ্ন টুকুও ঢেকে।
যাক জালিমের নির্মিত সব শক্ত দেয়াল চূরে
আলোর মশাল জ্বেলে উঠুক তো সকল অন্তঃপুরে।


করোনার মতো বিভীষিকা আর না আসুক ধারেকাছে।
যেন সিলেটের বন্যা না আসে শান্তিতে সবে বাঁচে।
থেমে যাক যত রণ-বিগ্রহ বিশ্বের মাঝে চলে
সকলেই যেন এক সুর ধরে শান্তির কথা বলে।
দেশের মানুষ দেশের মাটিতে শান্তিতে যেন বাঁচে
না খেয়ে কখনো থাকতে না হয় দ্রব্যমূল্যের ধাঁচে।
ফুলে ভরে যাক ফলে ভরে যাক আমার সোনার দেশ
গোলা ভরা থাক কৃষকের ধান না হয় যেন তা শেষ।


উর্বর হোক এদেশের মাটি ফলন হোক না বেশি
সম্বলহীন সম্বল পাক সচ্ছল হোক দেশী।
উপকারী তার প্রতিদান পাক অপকারী পাক সাজা
সুবিচার পাক দেশের মানুষ মর্যাদা পাক রাজা।
সূর্যের আলো ঝলমলে হোক চকচকে হোক আরো
চাঁদের পাহাড়ে স্নিগ্ধতা পেয়ে রং হয়ে যাক গাঢ়ো
আকাশের মতো হৃদয় হোক না কোমলতা হোক মাটি
জীবন সবার হোক না এবার আগের চেয়েও খাঁটি।
বাইশ তোমায় বিদায় দিলাম চলে যাও আজ দূরে
তোমায় ঘিরিয়া কত স্মৃতি মোর রহিলো অন্তঃপুরে।


মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ৩১/১২/২০২২ইং
রাতঃ ০৮:৩৯ মিনিট।