সুদিন আমার আসবে কবে
আমি কপালপোড়া
কা'বা, রওজা দেখবে কবে
আমার আঁখি জোড়া ।


এই বুকে মোর প্রেম জমেছে
কালো কা'বা ঘিরে
কেমনে বোঝাই, দেখো বন্ধু
বুকটা আমার চিরে ।


দূর মদিনায় দিল ছুটে যায়
নবীর রওজা পাকে
যেথায় মোদের প্রাণের প্রিয়
মানুষ শুয়ে থাকে ।


কালো কা'বা কালো নয় রে
ও-তো কেবল আলো
যার নূরে এই বসুন্ধরার
ঘুচলো আঁধার কালো ।


কা'বা, রওজা দূর হলেও
তাদের প্রেম এই মনে
প্রেম ওসিলায় পৌঁছে দিয়ো
সেই নূরের স্টেশনে ।