তোমার বেদনায় অস্থির হয়ে উঠি
যেমন অস্থির হয়ে উঠে দাঁতের জন্য জিহবা
বেলা শেষে কামড়ে দিলে প্রিয় বুকে
যেমন জিহবাকে কামড়ে দেয় পাশের দাঁত ।


আমিও মেনে নিয়েছি অমোঘ বিধান
আমাদের পাশাপাশি বসবাস, এতোটাই!
তোমার সাথে থাকলে সুখের তির ছুটে আসে
দূরত্বে চৈত্রের খরা আমার আশেপাশে ।


জল ঝরে, হাসি মুখে, পাশাপাশি থাকা
শত কষ্টেও দূরে সরে যাও, মনকে বুঝাতে পারি না
সে মরলে নাকি ভালোবেসেই যাবে ।
তাঁর প্রেমে আহত হবার স্বাদে।
আগে বুঝিনি ভালোবাসলে এমনই সয়ে যেতে হয়;
সুখেও আগুন আছে— এতো অদ্ভুত বিনিময় !