জীবন চলার পথে বন্ধু—
হলে কোন ভুল
অনুতাপের উপত্যকায়
ফোটাও অশ্রু ফুল ।
অশ্রু ফুলে ‘রহমানের’
দয়ায় উঠবে জোস
ক্ষমা করে ঢেকে দিবেন
তোমার সকল দোষ ।


মসিবতে যদি না পাও
পাড়ে ওঠার কূল
চোখের কোনায় মহব্বতে
ফোটাও অশ্রু ফুল ।
তিনি তোমায় পথ দেখাবেন
দিবেন দয়ার ঠাঁই
থাকলে পুঁজি ভালোবাসা
সঙ্গে সর্বদাই ।


অনাহারী ভুখা আছো
রিযিক তোমার চাই?
রিযিকদাতা ডাকছে তোমায়
ওই আসমানে ভাই ।
হাত তুলিয়া উপরের দিক’
ডাকো মেহেরবান
চাওয়ার সাথেই হবে তোমার
রিযিক সমাধান ।


কী চাও তুমি জীবন জুড়ে
বলো, আরিফুল
সবই পাবে যদি চোখের
থাকে অশ্রু ফুল ।
অশ্রু ফুলের বিনিময়ে
মিলবে দোজাহান
চাইতে কিন্তু ভুল করো না
পরম প্রিয় জান ।