খুঁজতে খুঁজতে তোমায় যেদিন ধরেছি রুমীর হাত
সেদিন হতেই প্রিয় হে তোমার প্রেমের সূত্রপাত ।
সেই হতে আজো প্রেমের সোপান বক্ষে বাঁধিয়া রাখি
নিঝুম নিশীথে আঁখি জল দিয়ে করে যাই মাখামাখি ।
শিশুর মতন জ্ঞানহীন ছিল আমার অবুঝ মন
পাপের ময়লা মাখিয়া শরীরে খেলিতাম সারাক্ষণ ।
সেই নর্দমা হতে প্রিয় তুমি ডাকিলে, যে আসি উঠে
ভালোবাসা প্রেম চাও গো আমার লিখে দিলে চিরকুটে ।
অযোগ্য তবু দান করেছিলে ভালোবাসা অধিকার
এতদিনে বহু পুরাতন হলো প্রেমের এ সংসার ।
মনে হয় আজি কত যুগ গত, পার হলো কত কাল
হিসাবে মেলে না হৃদয়ে বলছে হয়-তো হাজারো সাল ।


বিন হুসাইন সদা মোরে দেয় প্রেমের পথের দিশা
হাত ধরে দেই দিগন্ত পাড়ি লাগে না কাগজ ভিসা ।
আস্তে আস্তে চক্ষু খুললো দেখলাম সব ভালো
সে প্রাণের নূরে এ বুক জুড়িয়া জ্বলজ্বল করে আলো ।
দেখছি তোমার রূপের ঝলক হৃদয় চক্ষু দিয়ে
পর্দা হটাও দেখাও স্বরূপ প্রাণটা আমার নিয়ে ।
জ্বলেপুড়ে প্রিয় অঙ্গার’ দেখো, তোমারই মানসুর
হৃদয় শহর মরুভূমি আজ বানাও সমুদ্দুর ।


মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২
তারিখঃ ২০/১১/২০২২ইং
বিকালঃ ০৫:১০ মিনিট।