ফুল বাগানে থেকেও তুমি
পুড়ছো দিব্যি আগুনে
খলিল দেখো, অগ্নিকুণ্ডে
হাসছে কেমন ফাগুনে !


মত্ত তুমি ভোগবিলাসে,
হারাম টাকা-কড়িতে
আরিফ মত্ত রুমির পিছে
সুন্দর আত্মা গড়িতে ।


যেথায় সবে পাপ করে যায়
ভয় না পেয়ে ওপেনে
সেথায় প্রেমিক অশ্রুজলে
বুক ভাসায় খুব গোপনে ।


প্রেমিক জীবন প্রেমের ধারায়
চলতে থাকুক গতিতে
প্রেমিকগণের মাফ হয়ে যাক
ভুল যা আছে অতীতে ।


সব নমরুদী জীবন থেকে
ইব্রাহিমী জীবন পাক
আলোর প্রদীপ জ্বলুক সবার
অন্তঃপুরে অযুত লাখ ।


স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+৩
তারিখঃ ১১/০১/২০২৩ইং
রাতঃ ১২:১৫ মিনিট।