ভালোবাসার মূল্যে আমায়
করলে এতো ধনী
কী শুকরিয়া আদায় করি,
ওগো কাদের গনী!
তোমার বন্টন এতো সুন্দর
খুশি আমার হিয়া
কী সুবিশাল প্রতিদান হায়
একটু ফোঁটা নিয়া।


বন্ধুদেরকে দিলে মাওলা
প্রেমের জ্বালাপোড়া
দুশমন পেলো ধন-সম্পত্তি
এই পৃথিবী জোড়া।
প্রেমের ধনে বিরাট ধনী
সকল রুমী-জামী
বুকের মাঝে সদা তাঁদের
আসীন জগৎস্বামী।


কূলে থেকেই ডুবে মরে
মাওলার দুশমন যারা
মাঝসাগরে দিব্যি সুখেই
প্রিয়র আওলিয়ারা।
নজর তাদের এতোই তীক্ষ্ণ
দেখে আরশ পাড়া
দিলের উপর বর্ষিত হয়
নূরানী এক ধারা।


পাতার মধ্যে দৃশ্যিত হয়
বিশাল একেক নহর
বিন্দু মাঝে ফুটে উঠে
বিশাল বিশাল শহর।
হর্ প্রহরে হারিয়ে যাই
প্রিয় জালওয়ালোকে
রহস্য রয় খুবই গোপন
এই না দিবালোকে।


স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২৯/১১/২০২২ইং
বিকালঃ ০৪:৫২ মিনিট।