আমার প্রেমের মহান গুরু জালালুদ্দিন রুমি
প্রেম শেখালে সতেজ প্রাণে জ্বলেপুড়ে তুমি ।
কেউ ছিল না সঙ্গে আমার হটাৎ করে এলে
প্রেমে দগ্ধ বুকের ছোঁয়ায় দিলে আগুন জ্বেলে ।
রংধনুর সাত রংয়ে রঙিন এখন অন্তর্ভুমি।।


দিশেহারা পাগল আমি এখন কি যে করি
কোন সে সত্তার প্রেমানলে জ্বলেপুড়ে মরি ।
দেখা দেয় না কথা কয় না থাকে সেজন দূরে
না দেখেও ভালোবেসে ডাকি করুণ সুরে ।
থাকলে তোমার খুব নিকটে হতো চুমোচুমি।।


পাখিদের ওই সুরের সাথে সুর মিলিয়ে ডাকি
কোথায় তুমি দেখব তোমায় নয়ন ভরে সাকি !
মুসা ডাকছে তা-ও দেখা দাওনি একটিবারে
মাটির মানুষ মাটির চোখে দেখতে কি আর পারে?
অতৃপ্ত মন চেয়ে থেকে যায় না ও যে ঘুমি।।


হে প্রেমাস্পদ! মন মানে না কেমনে শান্ত থাকি
দেখাও নগদ তাজাল্লী নূর আর কিছু থাক বাকি ।
মাটির প্রেমিক নূরের পাগল যদিও হই জয়ীফ
স্রষ্টা প্রেমের আগুন জ্বালায় এই মসনবী শরীফ ।
তপ্ত মরু হয় মুহূর্তে_____ সবুজ বনভূমি।।