একজন ছিল এক জামানা
মুক্তা, মানিক বলে
কতোই আশা পূরণ হতো
মুক্তা, মানিক হলে।
যেখানে যায় যে কাজে যায়
মুখে মুক্তা, মানিক
মুক্তা মানিক পেলে জীবন
সুখী কতো খানিক।
চলতে চলতে দিল একদিন
মরুর প্রান্তেই পাড়ি
বসেছিল পরম ধ্যানে
সেথায় জুব্বা ধাড়ি।
তৎপরতা দেখে লোকের
বললো বাবা দরবেশ
কিসের জন্য তোমার এতো
অশান্তি, দুঃখ- ক্লেশ।
বললো লোকে ভাবনা আমার
পেলে মানিক- রতন
জীবন আমার সুখের হতো
থাকব রাজার মতন।


দরবেশ বললো- এদিক এসো
বসো, আস্তিন পেতে
অনেকগুলো মানিক দিয়ে
বললেন তাকে যেতে।
চাইলে তুমি আরো মানিক
নিতে পারো সাথে
বিস্ময় প্রাণে হাত রাখে সে
দরবেশের ওই হাতে।
সেজন বললো- হে সদগুরু!
মন আমার জানতে চায়
কোন মানিকের ভালোবাসায়
এ মানিক ফেললেন পা'য়।
দরবেশ বললো- পরমজনের
প্রেম যব হৃদে জাগে
ধরার সকল মোহের ভান্ডার
তুচ্ছ মাটির লাগে।
সাথে সাথে সেজন বললো-
নিবো না মানিক তাই
যেই মানিক পেয়ে ভুললেন সব
সে মানিকই যে চাই।